সুরা বাকারার ৪টি মহামূল্যবান দোয়া
সুরা বাকারার ৪টি মহামূল্যবান দোয়া দোয়া মুমিনের ঈমানি চেতনার প্রাকৃতিক প্রকাশ। এটিই সেই মাধ্যম, যার মাধ্যমে অসীমের সামনে সসীমের বিনম্র আত্মসমর্পণ ঘটে। আল্লাহর কাছে দুই হাত তুলে একজন বান্দা তার দুর্বলতার স্বীকারোক্তি দেয় এবং একইসঙ্গে তাঁর অসীম করুণায় অটুট বিশ্বাস স্থাপন করে। রাসুলুল্লাহ (স.) একে ‘ইবাদতের মূল’ বলে ঘোষণা করেছেন। (সুনানে তিরমিজি: ৩৩৭১) কোরআন ও হাদিস অনুযায়ী, দোয়ার মর্যাদা অসামান্য। আল্লাহ বলেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০) পবিত্র কোরআনজুড়ে বহু নবী-রাসুলের দোয়া সংরক্ষিত রয়েছে, যা আমাদের শেখায় কীভাবে, কোন ভাষায় ও কী চিন্তা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয়। সুরা বাকারা তেমনই একটি সুরা, যেখানে দুনিয়া ও আখেরাতের কল্যাণকামী চারটি অমূল্য দোয়া নিহিত আছে। ১. আল্লাহর অনুগত হওয়ার দোয়া رَبَّنَا تَقَبَّلۡ مِنَّا ؕ اِنَّکَ اَنۡتَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ رَبَّنَا وَ اجۡعَلۡنَا مُسۡلِمَیۡنِ لَکَ وَ مِنۡ ذُرِّیَّتِنَاۤ اُمَّۃً مُّسۡلِمَۃً لَّکَ ۪ وَ اَرِنَا مَنَاسِکَنَا وَ تُبۡ عَلَیۡنَا ۚ اِنَّکَ اَنۡتَ التَّوَّابُ الرَّحِیۡمُ উচ্চারণ: র...